ফেন্সিডিল পাচারকালে নারীসহ আটক ৪ | Daily Chandni Bazar ফেন্সিডিল পাচারকালে নারীসহ আটক ৪ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ আগস্ট, ২০২১ ১৯:৫৩
ফেন্সিডিল পাচারকালে নারীসহ আটক ৪
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

ফেন্সিডিল পাচারকালে নারীসহ আটক ৪

মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল পাচারকালে জয়পুরহাটের পাঁচবিবির সীমন্তবর্তী বাগজানাসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারীসহ চার মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি। এসময় মাদক কারবারিদের কাছ থেকে ৪২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ডিবির ওসি এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন,  পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত তছির উদ্দীনের ছেলে আমেদ আলী (৬৫), পৌর শহরের দমদমা এলাকার মিজানুর রহমানের স্ত্রী জান্নাতুন ফেরদৌস (৩৩), উত্তর গোপালপুর গ্রামের সোহেল রানার স্ত্রী মাজেদা বেগম (৪৫) ও রেজাউল করিমের স্ত্রী রিনা বেগম (৩৫)।

এ বিষয়ে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা ডিবি (ওসি) শাহেদ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবির সীমান্তবর্তী রামভদ্রপুর, পৌর শহরের দমদমা ও বাসস্ট্যন্ট এলাকা থেকে ফেন্সিডিল পাচারকালে পৃথক অভিযান পরিচালনা করে নারীসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন