
বগুড়ায় করোনা ভাইরাসে ও উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন করোনায় এবং অপর তিনজন উপসর্গে মারা গেছেন।
বৃহস্পতিবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ৩৯০ টি নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছে ৭০ জন। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ নমুনা পরীক্ষায় ৪৬, জিন এক্সপার্ট মেশিনে ৬ নমুনায় ১ এবং ৮৫টি র্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৬ জন, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৭টি নমুনায় আরও ৭জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৭০ জনের মধ্যে বগুড়া সদরে ৩৮, শাজাহানপুরে ১৩, সোনাতলায় ৬, শেরপুরে ৩, ধুনটে ৩, গাবতলীতে ৩, আদমদীঘিতে ২, শিবগঞ্জ ও দুপচাঁচিয়ায় একজন করে। করোনায় মারা যাওয়া ৪ জনের মধ্যে বগুড়ার বাসিন্দা তিনজন। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪২জন। এরা হলেন- বগুড়া শজিমেকে মারা গেছেন গাবতলী উপজেলার পিন্টু (৪০), বগুড়া সদরের শাহজাহান আলী (৬০) এবং বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে মারা গেছেন স্কুল শিক্ষক আব্দুল্লাহ আল আহাদ বাপ্পি (৩৬)। এ ছাড়া বাকি একজন অন্য জেলার বাসিন্দা। বগুড়া জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৯ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৩৫৮জন। ১ লাখ ৪ হাজার ৪৫৬ টি নমুনা পরীক্ষা হয়েছে। জেলায় করোনায় মোট মারা গেছে ৬০৯ জন।