বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও মমিন করোনায় আক্রান্ত | Daily Chandni Bazar বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও মমিন করোনায় আক্রান্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২১ ২১:১৩
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও মমিন করোনায় আক্রান্ত
ষ্টাফ রিপোর্টার

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের 
আরএমও মমিন করোনায় আক্রান্ত

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও খাইরুল বাশার মমিন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছে। তিনি গত ৮ আগস্ট আরটিপিসিআরে টেস্ট করে পজিটিভ হন।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও খাইরুল বাশার মমিন জানান, দেশে করোনা ভাইরাসের টিকা প্রদান শুরু হলে তিনিও টিকা গ্রহণ করেছেন। গত ৮ আগস্ট থেকে তিনি করোনায় পজিটিভ হয়েছেন। তিনি জানান, কদিনে জ¦র নেই। কিছুটা কাঁশি আছে তার। আপাতত তিনি বাসায় আছেন চিকিৎসকদের পরামর্শে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন