
বগুড়া জেলায় আরো ৩১ হাজার ২০০ ডোজের চীনের তৈরী সিনোফার্মের করোনা ভাইরাসের টিকা পৌঁছেছে। শুক্রবার সকালে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে টিকা পৌঁছায়। এরমধ্যে বগুড়া সদর উপজেলায় বরাদ্ধ করা হচ্ছে ৬ হাজার টিকা। বরাদ্দকৃত এই টিকা সাধারণ মানুষের মাঝে প্রদান করা হবে। এর আগে বৃহস্পতিবার বগুড়া সদর উপজেলায় করোনা ভাইরাসের টিকা না থকায় অনেকেই নিতে পারেননি। শুক্রবার টিকা পাওয়া যাওয়ায় আবারো শনিবার ১৪ আগস্ট থেকে প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু হচ্ছে।
বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, শনিবার ১৪ আগস্ট থেকে সিনোফার্মের দ্বিতীয় ডোজের টিকা দেওয়া শুরু হবে। দ্বিতীয় ডোজের পাশাপাশি আবারো প্রথম ডোজের টিকা দেওয়াও শুরু হবে। এর আগে ১৯ জুন সিনোফার্মের টিকা প্রদান শুরু করা হয়। বগুড়া জেলার নাগরিকদের জন্য মোট ১ লাখ ৯৯ হাজার ৬০০ ডোজ টিকা বরাদ্ধ হয়। এরমধ্যে ১১ আগস্ট পর্যন্ত ১ লাখ ৯৪ হাজার ৯৪৮ ডোজ টিকা প্রদান করা হয়। এদিকে গত ৭ আগস্ট জেলার প্রতিটি ইউনিয়নের ১টি ওয়ার্ডে ৩টি এবং বগুড়া ও শেরপুর পৌরসভার মোট ৩০ টি ওয়ার্ডে একটি করে বুথে ২'শ জনকে টিকা দেয়া প্রদান করা হয়। সকাল থেকেই টিকা প্রদান কেন্দ্রে মানুষের ভীড় ছিল। জেলায় ৩৫৭ বুথে সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত টিকা প্রদান করা হয়েছে। বগুড়ার ১২ উপজেলার ১০৯ টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় করোনা টিকা প্রদান শুরু হয় সকাল ৯টায়। গোটা জেলায় ৭১ হাজার ৪শ জন টিকা গ্রহণ করে। প্রথমবারের মত করোনা ভাইরাসের গণটিকা প্রদান কার্যক্রমে সফলতা পাওয়া যায় বগুড়ায়। গণ টিকা প্রদান শুরু হলে অনেকের মাঝে বেশ আগ্রহ দেখা যায় টিকা গ্রহণের।
বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু জানান, বগুড়ায় নতুন করে আরো টিকা এসেছে। সদর উপজেলার জন্য ৬ হাজার টিকা পেয়েছেন। এই টিকা প্রদান করা হবে। বগুড়া সদর উপজেলায় করোনা ভাইরাসের টিকা গ্রহণে মানুষের মাঝে আগ্রহ দেখা গেছে আগের থেকে আনেক বেশি। শনিবার প্রথম ডোজের টিকা প্রদান করা হবে। সেই সঙ্গে সিনোফার্মের ও কোভিশিল্ড এর দ্বিতীয় ডোজের টিকাও প্রদান করা হবে। যাদের কাছে ম্যাসেজ গিয়েছে তাদেরকে টিকা নিতে যেতে বলা হচ্ছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার বগুড়ায় আরো ৩১ হাজার ৬০০ টিকা এসে পৌঁছেছে। বগুড়ার অন্যান্য উপজেলায় টিকা আছে। শুক্রবার নতুন করে টিকা আসায় সদর উপজেলায় টিকা হস্তান্তর করা হয়েছে। এই টিকা দিয়ে বগুড়া সদরে সাধারণ নাগরিকদের মাঝে টিকা প্রদান করা হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন