মাঝিহট্টে শিশুকে অপহরণের ভয় দেখিয়ে টাকা গ্রহন ॥ আদালতে মামলা দায়ের | Daily Chandni Bazar মাঝিহট্টে শিশুকে অপহরণের ভয় দেখিয়ে টাকা গ্রহন ॥ আদালতে মামলা দায়ের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১ ২০:৪৬
মাঝিহট্টে শিশুকে অপহরণের ভয় দেখিয়ে টাকা গ্রহন ॥ আদালতে মামলা দায়ের
নামুজা (বগুড়া) প্রতিনিধি

মাঝিহট্টে শিশুকে অপহরণের ভয় দেখিয়ে
 টাকা গ্রহন ॥ আদালতে মামলা দায়ের

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্টে এক শিশুকে অপহরণের ভয় দেখিয়ে টাকা গ্রহণ অতঃপর আদালতে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, মাঝিহট্ট ইউপির ছাতুয়া গ্রামের মোজাহার আলীর পুত্র আব্দুল হান্নান বাদী হয়ে জেলা বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিঃ শিবগঞ্জ আমলী আদালতে এই মামলাটি দায়ের করেন। গত ১০ আগস্ট দায়ের করা মামলায় বলা হয়েছে, গত ১৬/৭/২১ তারিখে বাদীর মামা ফজলুল বারীকে আসামীরা বাদীর বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের প্রায় ১২ ঘন্টা পর তাকে নামুজা চৌমুহনী এলাকায় ফেলে রেখে যায়। এরপর সন্ধ্যা ৭টায় বাদীর বাড়ীতে কোন পুরুষ মানুষ না থাকায় শিশু পুত্র আব্দুল ওহাব (৭) কে অপহরণের ভয় দেখিয়ে পাশ্ববর্তী পাইকড় ইউপির বুলবুল, হাফিজার রহমান বোস্তা, বিপ্লব রহমান, আমিনুর ইসলাম তার মা মোছাঃ শাহিনুরের কাছে থেকে উপরে উল্লেখিত ব্যক্তিরা ২লক্ষ টাকা নিয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি তদন্তর জন্য বগুড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে দায়ীত্ব দিয়েছেন ।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন