ধুনটে গাঁজা সহ ইউপি সদস্য গ্রেফতার | Daily Chandni Bazar ধুনটে গাঁজা সহ ইউপি সদস্য গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২১ ২০:৫১
ধুনটে গাঁজা সহ ইউপি সদস্য গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনটে গাঁজা সহ ইউপি সদস্য গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় ২০০ গ্রাম গাঁজা সহ সরোয়ার মন্ডল (৫৫) নামে এক মাদক ব্যবসায়ী ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ আগস্ট) গ্রেফতারকৃত ওই ইউপি সদস্যকে ধুনট থানা হাজত থেকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত সরোয়ার মন্ডল ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের বর্তমান সদস্য। তিনি একই ইউনিয়নের রামনগর গ্রামের মৃত জালাল মন্ডলের ছেলে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতারকৃত সরোয়ার মন্ডল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামনগর গ্রামের নিজ বাড়ী থেকে ২০০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন