চারদিক থেকে ‘কাবুলে ঢুকছে’ তালেবান | Daily Chandni Bazar চারদিক থেকে ‘কাবুলে ঢুকছে’ তালেবান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২১ ১৫:০০
চারদিক থেকে ‘কাবুলে ঢুকছে’ তালেবান
অনলাইন ডেস্ক

চারদিক থেকে ‘কাবুলে ঢুকছে’ তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলকে দখল করতে ‘চারদিক থেকে ঢুকছে’ সশস্ত্র গোষ্ঠী তালেবান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর বলা হলেও আফগান সরকার বিষয়টি এখনো স্বীকার করছে না।

‘কাবুলের পরিস্থিতি এখনো আফগান সরকারের নিয়ন্ত্রণে’ বলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গানির টুইটের পরপরই তালেবান যোদ্ধারা কাবুলের দিকে অগ্রসর হতে শুরু করে।

এর আগে দ্রুতগতিতে প্রায় পুরো আফগানিস্তান নিজেদের দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। এখন তারা কাবুলও দখলে নিতে এগোচ্ছে বিধায় উদ্বেগ-শঙ্কায় জনসাধারণ।

সংবাদমাধ্যম জানায়, রোববার সকালে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় জালালাবাদ শহর বিনা যুদ্ধে দখলে নেয় তালেবানরা। তারও আগে শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরীফ দখল করে গোষ্ঠীটির সদস্যরা।

মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার পরপরই সেখানে আধিপত্য বিস্তার শুরু করে তালেবান। খুব অল্প সময়ের মধ্যে দেশের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণে নেয় তারা। এখন শুধু কাবুলের পতন ঘটলেই তালেবানের জয় নিশ্চিত হতে যাচ্ছে আফগানিস্তানে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন