শেরপুরে জাতীয় শোক দিবস পালন, মিলাদমাহফিল ও অস্বচ্ছল সাংস্কৃতি কর্মীদের অনুদান প্রদান | Daily Chandni Bazar শেরপুরে জাতীয় শোক দিবস পালন, মিলাদমাহফিল ও অস্বচ্ছল সাংস্কৃতি কর্মীদের অনুদান প্রদান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১ ০০:৫৮
শেরপুরে জাতীয় শোক দিবস পালন, মিলাদমাহফিল ও অস্বচ্ছল সাংস্কৃতি কর্মীদের অনুদান প্রদান
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে জাতীয় শোক দিবস পালন, মিলাদমাহফিল ও অস্বচ্ছল সাংস্কৃতি কর্মীদের অনুদান প্রদান

বগুড়ার শেরপুরে যথাযথ ভাবগাম্ভীর্য ও মর্যাদার সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মিশনে কালো ব্যাজ ধারন, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, নিরবতা পালন, আলোচনা ও সাংস্কিৃতি কর্মীদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে। এছাড়াও সন্ধায় বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমানের বাসভবনে মিলাদমাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রথমে সকাল ৮ টায় উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ  ময়নুল ইসলামের  সভাপতিত্বে উপজেলা ক্যম্পাসে কর্মসূচীতে উপস্থিত ছিলেন, শেরপুর-ধুনটের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: হাবিবর রহমান। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, শহর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিকলীগ, তাতীলীগ, মহিলা আওয়ামী লীগ, শেরপুর সরকারি কলেজ, সরকারি  ডিজে হাইস্কুল,  শেরপুর থানা, হাইওয়ে পুলিশ ফাড়ি, শেরপুর শহর টাউন পুলিশ ফাড়ি, শেরউড ইন্টারন্যাশনাল(প্রাঃ)স্কুল এন্ড কলেজ, বঙ্গবন্ধু যুব ফাউন্ডেশন,ই এস ডিও, উপজেলা স্বাস্হ কমপ্লেক্স,   অফিসার্স ক্লাব, নেসকো, পল্লী বিদ্যুত সমিতি২, একতা সংঘ  সমাজ উন্নয়ন  সংস্হা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক  সংগঠন  পৃথক পৃথক ভাবে পুষ্পার্ঘ অর্পন করেন। অপর দিকে জাতীয় সাংসদ জাতির  জনকের শাহাদাৎ  বার্ষিকী  উপলক্ষে  উপজেলা  যুবউন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে  ১০ জন অস্বচ্ছল সংস্কৃতি কর্মী ও ১৭ জন যুবকের মাঝে ঋন ও অনুদানের চেক বিতরণ করেন। এসময়  উপজেলা সহকারী কমিশনার ভুমি সাবরিনা শারমিন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের  সভাপতি  আব্দুস সাত্তার, সাধারণ  সম্পাদক  আহসান হাবিব  আম্বিয়া,   উপজেলা  ভেটেরিনারি সার্জন ডা. রায়হান  পিএএ, শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবাায়ন  কর্মকর্তা  শামছুন্নাহার শিউলী, শেরপুর টাউন  পুলিশ  ফাড়ির ইনচার্জ ছাম্মাক হোসেন,  হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ বানিউল আনাম, শেরপুর উপজেলা আওয়ামী লীগের  সভাপতি  আব্দুস সাত্তার, সাধারণ  সম্পাদক  আহসান হাবিব  আম্বিয়া, সহ সভাপতি  এ্যাড: গোলাম  ফারুক, আলহাজ্ব  সাইফুল বারী ডাবলু,  সহ সভাপতি  ইলিয়াস উদ্দিন  মিন্টু, যুগ্ম  সম্পাদক  সুলতান  মাহমুদ,সাংগঠনিক সম্পাদক  বদরুল ইসলাম পোদ্দার  ববি , যুবলীগের  সাধারণ সম্পাদক  মোস্তাাফিজুর  রহমান ভুট্টো, শেরপুর সরকারি  কলেজের  অধ্যক্ষ  আল মাহমুদ কমল, ডিজে মডেল  হাইস্কুলের প্রধান শিক্ষক  আকতার উদ্দিন  বিপ্লব সহ  বিভিন্ন  প্রতিষ্ঠানের প্রতিনিধি প্রধানরা উপস্থিত  ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন