বগুড়ায় করোনায় ৫ ও উপসর্গসহ ১৩ জনের মৃত্যু | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় ৫ ও উপসর্গসহ ১৩ জনের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১ ০১:০২
বগুড়ায় করোনায় ৫ ও উপসর্গসহ ১৩ জনের মৃত্যু
এইচ আলিম, বগুড়া

বগুড়ায় করোনায় ৫ ও উপসর্গসহ ১৩ জনের মৃত্যু

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৫জন এবং উপসর্গ নিয়ে ৮জনসহ ১৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়াদের মধ্যে তিনজন বগুড়ার বাসিন্দা ও অপর দুইজন অন্য জেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৬২২ জনের।
করোনায় আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা গেছেন, শাজাহানপুরের লোকমান আলী (৭০) ও টিএমএসএস হাসপাতালে মারা গেছেন বগুড়া সদরের তানিয়া পরভিীন (৩২) ও বগুড়া সারিয়াকান্দির লজ্জাতুন নেছা (৮০)। এছাড়া জেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৮জন। 
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন রোববার দুপুরে জানান, গত ২৪ ঘন্টায় (১৪ আগস্ট) ৫৫২ টি নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে আরও ৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে আক্রান্তের হার ১৬ দশমিক ৪৮ শতাংশ। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৫৭ জন, জিন এক্সপার্ট মেশিনে ২ জনের নমুনায় পরীক্ষায়সবগুলো নেগেটিভ, র‌্যাপিড টি এন্টিজেন পরীক্ষায় ১১৮ টি নমুনায় ১৮ জন, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮ টি নমুনায় আরও ২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ঢাকা থেকে ১৩২টি নমুনার মধ্যে ১জন পজিটিভ হন। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৫৩, শেরপুরে ২৩, শাজাহানপুরে ৮জন, গাবতলী ৫, কাহালু ৫, শিবগঞ্জ ৩, আদমদিঘি ৩জন, সারিয়াকান্দি ৩, নন্দীগ্রাম ৩, সোনাতলায় ২, ধুনট উপজেলায় ১জন। এ নিয়ে জেলায় মোট ২০ হাজার ২৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনা পরিক্ষা হয়েছে ১ লাখ ৫ হাজার ৮৭৯ জনের। জেলায় এ পর্যন্ত নতুন করে ১৬৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ্য রোগীর সংখ্যা ১৮ হাজার ৮৩২ জন। বর্তমানে বগুড়া জেলার বিভিন্ন হাসপালে রোগী ভর্তি আছেন ৩৪৪ জন। এর মধ্যে শজিমেক হাসপাতালে ২৫০ শয্যার বিপরীতে করোনান রোগী ভর্তি আছেন ১৬৭ জন, ২৫০ শয্যার মোহাম্মদা আলী হাপাতালে রোগী ভর্তি আছেন ১২৮ জন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের ভর্র্তি আছেন ৩৭ জন এবং জেলার বিভিন্ উপজেলা হাসপাতালে রোগী ভর্তি আছেন ১২ জন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন