আফগানিস্তান দখল করে নেয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পদত্যাগ দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের অভিযোগ, বাইডেনের কারণে মার্কিন বাহিনীকে ২০ বছর পর শূন্য হাতে আফগানিস্তান ছাড়তে হয়েছে। তিনি ক্ষমতায় থাকলে দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার আরও সফলভাবে হতো।
এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘জো বাইডেন আফগানিস্তানে যা হতে দিয়েছেন তার জন্য তাকে অপমানবোধ থেকে পদত্যাগ করা উচিত।’
রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নিয়েছে তালেবান। ইতোমধ্যে দেশটির প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। প্রেসিডেন্ট আশরাফ গনি দেশে ছেড়ে পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তারা প্যালেস দখল করে নেয়।
খবর : আল জাজিরার
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন