কাবুল দূতাবাস থেকে নামানো হল মার্কিন পতাকা | Daily Chandni Bazar কাবুল দূতাবাস থেকে নামানো হল মার্কিন পতাকা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১ ১০:৩২
কাবুল দূতাবাস থেকে নামানো হল মার্কিন পতাকা
অনলাইন ডেস্ক

কাবুল দূতাবাস থেকে নামানো হল মার্কিন পতাকা

তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণের পর ধীরে ধীরে পরিস্থিতি পাল্টানো শুরু হয়েছে। রাতারাতিই কাবুলে অবস্থিত দূতাবাস থেকে মার্কিন পতাকা নামানো হয়েছে। খবর বিবিসির।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কাজ প্রায় শেষ করে ফেলেছে ২০ বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া মার্কিন প্রশাসন।

এএফপির খবরে বলা হয়েছে, দূতাবাসের সব কর্মী প্রায়ই চলেই গেছেন। তবে কয়েকজনকে হামিদ কারজাই ইন্টারন্যাশনাল এয়াপোর্টে দেখা গেছে যারা ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

যুক্তরাষ্ট্রের ৬ হাজার সেনা পুরো কার্যক্রম পরিচালনায় কাজ করছে। সবশেষ সেখানে আরও এক হাজার সেনা পাঠানো হয়। এক কমকর্তা জানিয়েছেন, তালেবান দ্রুত ক্ষমতা নিয়ন্ত্রণ করলেও মার্কিন সেনা প্রত্যাহারের কাজে তেমন কোন পরিবর্তন আসেনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন