গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন | Daily Chandni Bazar গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১ ১০:৩৯
গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন
অনলাইন ডেস্ক

গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন

গাজীপুর মহানগরী ভোগরা বাসন সড়ক এলাকায় একটি তৈরি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ আগস্ট) ভোর ৬টার দিকে আলেমা টেক্সটাইল লিমিটেড নামের ওই কারখানার ডাইং ও নিটিং সেকশনের গুদামে আগুনের সূত্রপাত হয়।

প্রথমে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা থেকে কারখানার কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ জানান, গাজীপুর ও টঙ্গীসহ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন