পাচঁবিবিতে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত | Daily Chandni Bazar পাচঁবিবিতে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১ ২৩:৩৭
পাচঁবিবিতে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

 পাচঁবিবিতে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

জয়পুরহাটের পাঁচবিবি-হিলি সড়কের ভীমপুর এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সোমবার দুপুরে এঘটনা ঘটে।  

নিহত মোটরসাইকেল আরোহী দিনাজপুর জেলা সদরের মোকছেদুলের ছেলে মাসুদ রানা (৩৫)।

স্থানীয়রা জানায়, দুপুরে পাঁচবিবি থেকে ছেড়ে আসা হিলিগামী একটি ট্রাক ভীমপুর এলাকায় পৌছালে পিছন দিকে একটি মোটরসাইকেল ট্রাকটি অতিক্রম করতে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত। এঘটনায় স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব সড়ক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।