
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ফোকাল পার্সন ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজল এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে বেলা ১২ পর্যন্ত হাসপাতালের সামনে সড়কে এ কর্মসুচি পালিত হয়।
এতে বক্তারা বলেন করোনাকালীন সময়ে ডাঃ শফিক আমিন কাজল করোনা রোগীদের সুস্থ করে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বগুড়ার সকল শ্রেণী পেশার মানুষের চিকিৎসা সেবায় আস্থার ঠিকানায় পরিনত হয়েছেন তিনি। হাসপাতালের সকল কর্মচারিদের নিয়ে তিনি করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে তৎপর সেখানে। তার উপর হামলা করে হত্যার চেষ্টা কোনভাবেই মেনে নেওয়া হবে না। ডা: কাজলের উপর সন্ত্রাসীদের হামলা শুধু দু:খজনক নয় অমানবিক। এ ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, ডাঃ কাজল কে হত্যার চেস্টার ঘটনায় জড়িত চিহ্নিত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসুচি ঘোষনা করা হবে।
এতে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিএমএ বগুড়ার সভাপতি ডা: মোস্তফা আলম নান্নু। হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন হাসপাতালের তত্বাবধায়ক ডা: এটিএম নুরুজ্জামান, বিএমএ বগুড়ার সহ-সভাপতি ডা: আব্দুল হাকিম, ডা: শারমিন হোসেন, ডা: রাসেল, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা: এস এম মিল্লাত হোসেন, এনামুল হক, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক, কর্মচারী সংগঠনের নেতা শহিদুল ইসলাম সুইট, আনোয়ার হোসেন, নার্সিং কর্মকর্তা নাজিয়া আক্তার নাজু, ফরিদ উল ইসলাম, শাজাহান আলী, গোলাম রব্বানী।
উল্লেখ্য, গত ১০ আগষ্ট বিকেলে জায়গা জমি সংক্রান্ত জের ধরে বগুড়া শহরের নিশিন্দারা উপশহর এলাকায় ডা. শফিক আমিন কাজলকে বাড়ি থেকে ডেকে বের করে কথা বলার ছলে তার ওপর হামলা চালিয়ে মারপিটে আহত করা হয়। এঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন