বগুড়ায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যৃ: আক্রান্ত ৯১ জন | Daily Chandni Bazar বগুড়ায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যৃ: আক্রান্ত ৯১ জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২১ ২৩:৪৪
বগুড়ায় করোনা ও উপসর্গে ৮ জনের মৃত্যৃ: আক্রান্ত ৯১ জন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনা ও উপসর্গে 
৮ জনের মৃত্যৃ: আক্রান্ত ৯১ জন

বগুড়ায় করোনায় ৬ ও উপসর্গে ২ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়া ৬ জনের মধ্যে বগুড়ার বাসিন্দা ২জন। অপর চারজন ভিন্ন জেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৬২৪ জনের।

সোমবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘন্টায় জেলায় মোট ৫৪৯ টি নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় ৫০ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫০ জন। একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে একটি নমুনায় নেগেটিভ, র‌্যাপিড এন্টিজেন ৯টি পরীক্ষায় একজন করোনা পজিটিভ হয়েছেন। ঢাকা থেকে আরো ২৪৩টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪টি নমুনায় আরও ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ২৯, শেরপুরের ১৪, শিবগঞ্জের ১৩, দুপচাঁচিয়ায় ১১, গাবতলীতে ৮, কাহালুতে ৭, শাজাহানপুরে ৬ এবং সারিয়াকান্দিতে ৩জন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ২০ হাজার ৩৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৮২জন। এদিকে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বগুড়া সদরের মোছা: তাকলিমা (৪৮) ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান মোছা: হাওয়া (৭০)। এ ছাড়া বগুড়াবাদে অন্যান্য জেলার আরো ৪ জনের করোনায় মৃত্যু হয়েছে। এদের তালিকা স্ব স্ব জেলায় লিপিবদ্ধ করা হবে। বগুড়ায় নতুন ২জন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬২৪ জনে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন