সদরের গোকুল উত্তর পাড়ায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ | Daily Chandni Bazar সদরের গোকুল উত্তর পাড়ায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১ ২১:৪৮
সদরের গোকুল উত্তর পাড়ায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ
মহাস্থান বগুড়া প্রতিনিধিঃ

সদরের গোকুল উত্তর পাড়ায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

 মঙ্গলবার দুপুরে মহাস্থানের পাশে  বগুড়া সদরের গোকুল উত্কর পাড়ার মৃত মকবুল হোসেনের মার্কেটের বারান্দায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সরে জমিনে ও সদর থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোকুল উত্তর পাড়ার মৃত মকবুল হোসের মার্কেটের মতিউর ষ্টীল হাউসের বারান্দায় অজ্ঞাত (৩৮) এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে সদর থানার ওসী সেলিম রেজা ঘটনাস্থে পৌঁছে লাশ উদ্ধার করে  থানার এস আই বেদার উদ্দিনকে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।  পুলিশের ধারণা এ ব্যক্তি সম্ভাবত  মহাস্থান মাজার এলাকায় ঘোরাফেরা করত, হ্দক্রীয়া বন্ধ হয়ে অথবা কোন অসুখে অসুস্থ্য হয়ে এখানে মৃত্যু বরণ করেছে । পরিচয় পেলে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন