
জয়পুরহাটের কালাইয়ে সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কালাই উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান এর সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র রাবেয়া সুলতানা কাজল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও জিন্দারপুর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলি আকবর মন্ডল , উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না রশিদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ছানাউল হক ছানা, মাত্রাই ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন প্রমুখ। পরে ২০০৫ সালে সারাদেশে সিরিজ বোমা হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন