বগুড়ায় করোনার চেয়ে উপসর্গে মৃত্যু বেশি | Daily Chandni Bazar বগুড়ায় করোনার চেয়ে উপসর্গে মৃত্যু বেশি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২১ ২২:২১
বগুড়ায় করোনার চেয়ে উপসর্গে মৃত্যু বেশি
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনার চেয়ে 
উপসর্গে মৃত্যু বেশি

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ এবং উপসর্গে ৮ জনসহ ১২ জনের মৃত্যু হয়েছে। বগুড়ায় গত কয়েকদিন ধরে করোনার চেয়ে উপসর্গেই বেশি মারা যাচ্ছে। বগুড়া সিভিল সার্জন এর কার্যালয়ের হিসাব মতে করোনায় এ পর্যন্ত মোট ৬২৬ জনের মৃত্যু হয়েছে। 
মঙ্গলবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘন্টায় (১৬ আগস্ট) জেলায় মোট ৩১১ টি নমুনা পরীক্ষায় নতুন করে ৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ১৮ দশমিক ৬৪ শতাংশ। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় ৪১ জন, একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ৪ টি  নমুনায় কারো দেহে করোনা করোনা শনাক্ত হয়নি। ১০০ টি র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১০ জনের, টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯ টি নমুনায় ৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৫৮ জনের মধ্যে বগুড়া সদরে ৪০, শাজাহানপুরে ৭, দুপচাঁচিয়ায় ৪, সোনাতলায় ২, শিবগঞ্জে ২, নন্দীগামে ২ এবং শেরপুরে ১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ২০ হাজার ৪৪৮ জনের। একই সঙ্গে গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৯ হাজার ১৩৫ জন। জেলায় মোট করোনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৬ হাজার ৭৩৯ জনের। জেলার বিভিন্ন হাসপতালে ৬৮৭ জন করোনা পজেটিভ রোগী আছেন। শজিমেক হাসপতালে ১৩২ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ১১২ জন টিএমএসএস মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি আছেন ৩০ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি আছেন ৮ জন। অন্যান্যরা নিজনিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। 
করোনায় আক্রান্ত হয়ে বগুড়ার বাসিন্দা মারা গেছেন ২ জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) মারা যাওয়া ব্যক্তি হলেন, বগুড়া সদরের মোমিনুল ইসলাম (৭৮) ও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে মারা যান সদরের হায়দার আলী (৭২)। এ নিয়ে বগুড়ায় মৃত্যু হলো ৬২৬ জনের। এ ছাড়া জেলার বাইরের অন্য জেলার আরো ২ জনে মৃত্যু হয়েছে। তাদের তালিকা স্ব স্ব জেলায় প্রেরণ করা হয়েছে। দুটি হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন