বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পরিবারকে সমবেদনা জানাতে গেলেন এমপি সাহাদারা মান্নান | Daily Chandni Bazar বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পরিবারকে সমবেদনা জানাতে গেলেন এমপি সাহাদারা মান্নান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১ ০০:৩৩
বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পরিবারকে সমবেদনা জানাতে গেলেন এমপি সাহাদারা মান্নান
ষ্টাফ রিপোর্টার

বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পরিবারকে সমবেদনা জানাতে গেলেন এমপি সাহাদারা মান্নান

বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসএ টিভির স্টাফ রিপোর্টার আরিফ রেহেমানের বড় ছেলে ইরাম আর রহমানের অকাল মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বগুড়া-১(সারিয়াকান্দি- সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। তিনি আরিফ রেহমান ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন, সেইসঙ্গে প্রয়াত ইরামের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এসময় এমপি পুত্র সাখাওয়াত হোসেন সজল, জেলা আওয়ামী লীগ নেতা আনিছুজ্জামান মিন্টু ও বগুড়া সাংবাদিক ইউনিয়নের (বিইউজে) সাধারণ সম্পাদক জে এম রউফ উপস্থিত ছিলেন।

সাংসদের এই সমবেদনা প্রকাশ কালে সেখানে এক শোকবহ পরিবেশের সৃষ্টি হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন