বগুড়ায় নারীকে বিয়ের প্রলোভনে ধর্মান্তরিত করে ধর্ষণ: যুবক গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় নারীকে বিয়ের প্রলোভনে ধর্মান্তরিত করে ধর্ষণ: যুবক গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২১ ২১:৫৮
বগুড়ায় নারীকে বিয়ের প্রলোভনে ধর্মান্তরিত করে ধর্ষণ: যুবক গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় নারীকে বিয়ের প্রলোভনে
ধর্মান্তরিত করে ধর্ষণ: যুবক গ্রেফতার

বগুড়ায় সনাতন ধর্মাম্বলী এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্মান্তরিত করে দু বছর ধরে ধর্ষণ করার অভিযোগে রাকিবুল ইসলাম রাকিবকে (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরিচয় সুত্রে প্রেমের সম্পর্কের পর সনাতন ধর্মাম্বলী ওই নারীকে (২২) স্ত্রীর পরিচয় দিয়ে বগুড়া শহরের জহুরুল নগর এলাকায় ভাড়া বাসায় থাকতো। 

বগুড়া সদর থানায় দায়ের করা মামলা সুত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে বগুড়া জেলার গাবতলী উপজেলার জামিরবাড়িয়া গ্রামের বাসিন্দা ওই নারীর সঙ্গে পরিচয় হয় জেলার শেরপুর উপজেলার বেলঘড়িয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রাকিবের। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্পর্কের এক পর্যায়ে দুই বছর আগে ওই নারীসহ রাকিব স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে বগুড়া শহরের জহুরুল নগর এলাকায় ভাড়া বাসা উঠেন। ওই নারী ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছেন বলে জানায়। ভাড়া বাসায় তারা দু বছর ধরে স্বামী স্ত্রীর পরিচয়ে বসবাস করছিল। বিয়ের দাবি করায় রাকিব ওই নারীর সঙ্গে টালবাহানা শুরু করে। গত মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে ওই বাসায় এসে পুণরায় বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। বিয়ের কথা বললে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাকিব পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বাড়িওয়ালা ও স্থানীয়দের সহযোগিতায় রাকিবকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার ওই নারী বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন