
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের ও উপসর্গে ১ জনসহ ৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত মারা যাওয়াদের মধ্যে ৫ জন বগুড়ার বাসিন্দা অপর দুইজন অন্য জেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৬৩২ জনের।
বৃহস্পতিবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বগুড়া সদরের সঞ্জু (৪৫), শিবগঞ্জের মনোয়ার হোসেন (৮০), বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান শেরপুরের দিপালী রানী (৫৬), শেরপুরের আশরাফ আলী (৬৫) এবং সদরের নিলুফা বেগম (৫০)। এছাড়া একজন উপসর্গে মারা গেছেন। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতলে ৩৬১ জনের করোনার নমুনা পরীক্ষায় ৫৪ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তরা হলেন, বগুড়া সদরে ৩৮, শেরপুরে ৮, সারিয়াকান্দি ২, ধুনট ২, সোনাতলায় ২, গাবতলীতে ১, শাজাহানপুর উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় শনাক্ত হলো ২০ হাজার ৫৫৫ জনের। মোট করোনা পরীক্ষা হয়েছে ১ লাখ ৭ হাজার ৪৪৩ জনের। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ১২৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ১৯ হাজার ৩৫৫ জন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪৮জন, এন্টিজেন পরীক্ষায় ৬জন এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় কোন ব্যক্তিই করোনায় আক্রান্ত হয়নি। জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ৫৬৩ জন করোনায় চিকিৎসাধীন রয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন