
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়ক অংশে কোচ চাপায় মোটরসাইকেল আরোহী তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন নাকাই ইউনিয়নের কালুগাড়ী গ্রামের নুর মুহাম্মদ এর ছেলে মাহাবুর (২৭), তালুককানুপুর ইউনিয়নের দেবত্তররামনাথ গ্রামের শুকুর উদ্দিন এর পুত্র করিম (৫৫) ও একই ইউনিয়নের সুন্দইল গ্রামের তালেব এর পুত্র ভুট্টা মিয়া (৪০)।
শুক্রবার (২০ আগস্ট) রাতে ৯টার দিকে উপজেলার বালুয়া বাজার সংলগ্ন নুনদহ ব্রীজ এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বালুয়া বাজার থেকে মোটরসাইকেলে দুইজন যাত্রী নিয়ে জামালপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছিলে বিশ্বরোড থেকে জামালপুরগামী রোডে মোড় নিলে ঢাকাগামী পায়েল পরিবহনের একটি নৈশ কোচ মোটরসাইকেলটিকে চাপা দেয়। মোটরসাইকেলটি কিছুদূর পর্যন্ত কোচের সাথে আটকে গেলে ড্রাইভার কোচ থেমে পালিয়ে যায়।
এদিকে মোটরসাইকেল যাত্রীদের তিনজনই চাকায় পৃষ্ট ও গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত গোবিন্দগঞ্জ হাইওয়ে, ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ খায়রুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন