নাইজেরিয়ায় ১৫ শিক্ষার্থীকে মুক্তি দিলো অপহরণকারীরা | Daily Chandni Bazar নাইজেরিয়ায় ১৫ শিক্ষার্থীকে মুক্তি দিলো অপহরণকারীরা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২১ ১৬:৩১
নাইজেরিয়ায় ১৫ শিক্ষার্থীকে মুক্তি দিলো অপহরণকারীরা
অনলাইন ডেস্ক

নাইজেরিয়ায় ১৫ শিক্ষার্থীকে মুক্তি দিলো অপহরণকারীরা

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্কুল থেকে অপহৃত ১৫ শিক্ষার্থীকে সাত সপ্তাহ পর তাদের বাবা-মার কাছে ফিরিয়ে দিয়েছে অপহরণকারীরা। একজন অভিভাবক জানিয়েছেন, তাদের শর্ত মেনে একটি হাসপাতাল থেকে উদ্ধার করা হয় কিছু শিক্ষার্থীকে। খবর বিবিসির।

দেশটির কাদুনা রাজ্য থেকে বেথেল ব্যাপ্টিস্ট উচ্চ বিদ্যালয়ের ১২১ জন শিক্ষার্থী অপহরণের শিকার হন। পুলিশ জানিয়েছে, তাদের হিসাবে সন্ত্রাসীদের হাতে বন্দি আরও ৬৫ জনকে উদ্ধার তৎপরতা চলছে।

স্থানীয় সম্প্রদায়ের এক নেতা জানান, মুক্তিপণ দেওয়া সত্ত্বেও কিছু শিক্ষার্থী ছেড়ে দেয় তারা। নাইজেরিয়ান কর্তৃপক্ষ গণহারে অপহরণের ঘটনা বারবার ঘটতে থাকলেও তা বন্ধ করতে পারছে না।

এক হাজারের বেশি শিক্ষার্থীকে গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত তুলে নেওয়া হয়েছে দেশটিতে। গত বুধবারও কাটসিনা রাজ্য থেকে ৯ জনকে অপহরণ করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন