বগুড়ায় করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু : আক্রান্ত ৫০ | Daily Chandni Bazar বগুড়ায় করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু : আক্রান্ত ৫০ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১ ২৩:০২
বগুড়ায় করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু : আক্রান্ত ৫০
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনা ও উপসর্গে
৫ জনের মৃত্যু : আক্রান্ত ৫০

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৪ ও উপসর্গে ১ জনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়া ৪ জনের মধ্যে বগুড়ার বাসিন্দা ৩জন। অপরজন ভিন্ন জেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৬৬২ জন।

বুধবার বেলা ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় (২৪ আগস্ট) মোট ৩৫৮টি নমুনার নতুন আক্রান্ত হয়েছে ৫০ জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪২ জন ও এন্টিজেন পরীক্ষায় ৫ জন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া টিএমএসএস ল্যাবে তিনজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বগুড়া সদরে ৩৮, কাহালুতে ৩, শাজাহানপুরে ৩, ধুনটে ২, সারিয়াকান্দি, আদমদীঘি, নন্দীগ্রাম ও শেরপুরে একজন করে আক্রান্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বগুড়া সদরের শিউলী বেগম (৬০), দুপচাঁচিয়ার মোমতাজুর রহমান (৭৭) এবং শিবগঞ্জের জাহিদুল ইসলাম (৬৫)। অপরজন অন্য জেলার বাসিন্দা। এ পর্যন্ত বগুড়ায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত ২০ হাজার ৮৫২ জন। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৯০০ জন। এখন চিকিৎসাধীন রয়েছে ৩০০ জন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন