বগুড়ার শেখেরকোলায় কৃষককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ১ | Daily Chandni Bazar বগুড়ার শেখেরকোলায় কৃষককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ১ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২১ ২৩:০৬
বগুড়ার শেখেরকোলায় কৃষককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ১
ষ্টাফ রিপোর্টার

বগুড়ার শেখেরকোলায় কৃষককে 
ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ১

বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের নুরুইল দক্ষিণপাড়ায় কৃষক মাসুমকে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 
বগুড়া সদর থানার এস আই সোহেল রানা জানান, সঙ্গীয় ফোর্সসহ নুরুইল দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি হাফিজার রহমান হাফিকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসী হাসানের সে বাবা। ১ নম্বর আসামি হাসানকে গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। এর আগে সোমবার পরিবারের পক্ষ থেকে সদর থানায় হাসান ও তার বাবাকে অভিযুক্ত করে মামলা দায়ের করে। 
তথ্যসূত্রে জানা যায়, গত রবিবার বিকেল ৪টায় বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের নূরুইল দক্ষিণপাড়া গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে মোঃ মাসুম (৪৮) নিজ বাড়ীর পাশে জমিতে কৃষি কাজ করছিল। এ সময় একই এলাকার সন্ত্রাসী হাফিজার রহমান হাফি মেম্বারের পুত্র হাসান (২৬) মাসুমের উপর ছুরি নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় মাসুমকে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক।
পরিবারের সদস্যরা আরো জানায়, সন্ত্রাসী হাসান দীর্ঘদিন যাবৎ মাসুমের মেয়েদেরকে ইভটিজিং করত। ইতিপূর্বে এ নিয়ে থানায় মামলা হয়েছিল। তখন আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। দীর্ঘদিন ধরে সে জেলে থাকার পর মুচলেকা দিয়ে জামিন নিয়ে বের হয়ে এসে পুনরায় সে মাসুমের পরিবারকে অত্যাচার শুরু করে। এ নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠকও হয়েছে বহুবার। কোন কিছুতেই তাকে থামানো যায়নি। মাসুম তার দুই মেয়েকে কয়েক বছর আগে আত্মীয়ের বাড়ীতে রেখে প্রকৌশলীর সঙ্গে বিয়ে দেন। এর রেশ ধরে হাসান ইতিপূর্বে আরো কয়েক বার মাসুমের উপর হামলা করে। গত রবিবার হত্যার উদ্দেশ্যে আবারো সে মাসুম এর উপর রামদা ও ছুরি নিয়ে আক্রমণ চালায়। জরুরী ভিত্তিতে সন্ত্রাসী হাসানকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য এলাকাবাসীর প্রশাসনের নিকট দাবি করেছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন