বগুড়ায় করেনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু | Daily Chandni Bazar বগুড়ায় করেনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২১ ২২:৫৮
বগুড়ায় করেনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করেনা ও 
উপসর্গে ৪ জনের মৃত্যু

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ ও উপসর্গে ৩ জনসহ মারা গেছেন ৪ জন। জেলায় নতুন করে আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট মারা গেলেন ৬৫৩ জন। 

বৃহস্পতিবার বেলা ১২ টায় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক জানান, গত ২৪ ঘন্টায় (২৫ আগস্ট) জেলায় নতুন করে ৩৭৬টি নমুনা পরীক্ষায় আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পরীক্ষা অনুপাতে আক্রান্তের হার ১০ দশমিক ৪৫ শতাংশ। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৯ জন, এন্টিজেন পরীক্ষায় ৫ জন, জিন এক্সপার্ট মেশিনে ২ জন, টিএমএসএস ল্যাবে ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৩৯ জনের মধ্যে বগুড়া সদরে ৩৩ জন, শিবগঞ্জে ২ জন, সারিয়াকান্দিতে, সোনাতলায়, শেরপুরে ও  কাহালু উপজেলায় এক জন করে। মোট করোনা শনাক্ত হলেন ২০ হাজার ৮৯১ জন। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগী সংখ্যা ১৯ হাজার ৯৪৭ জন। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৮৩ জন। বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি আছেন ৮১ জন, মোহাম্মদ আলী হাসপতালে রোগী আছেন ৭৬ জন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১৯ জন, জেলার বিভিন্ন উপজেলা হাসপাতালে ভর্তি আছে ৭ জন। বাকিরা জেলায় তারা নিজ নিজ গৃহে চিকিৎসা সেবা নিচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন জেলার শিবগঞ্জ উপজেলার গোফফ্ফার সরকার (৭৫)। এছাড়া তিনজন করোনা উপসর্গে মারা গেছেন।  

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন