বগুড়ায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু | Daily Chandni Bazar বগুড়ায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২১ ২১:৩৯
বগুড়ায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনা ও 
উপসর্গে ৬ জনের মৃত্যু

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ এবং উপসর্গে ৩জন সহ ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরো ২২ জন। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২জন। 

রোববার দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক জানান, গত ২৪ ঘন্টায় মোট ২১৯ টি নমুনা পরীক্ষার ফলাফলে ২২ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২০ জনের, এছাড়া এন্টিজেন পরীক্ষায় ২জন করোনা পজিটিভ ছিলেন। নতুন আক্রান্ত ২২জনের মধ্যে বগুড়া সদরে ১৬, আদমদীঘি ৩, কাহালু, নন্দীগ্রাম ও শাজাহানপুরে একজন করে। জেলায় এ পর্যন্ত মোট ২০ হাজার ৯৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২০ হাজার ৭০ জন এবং ২২৩ জন চিকিৎসাধীন রয়েছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১ জন বগুড়ার বাসিন্দা। অপর দুইজন অন্য জেলার বাসিন্দা। করোনায় মারা যাওয়া ব্যক্তি হলেন দুপচাঁচিয়া উপজেলার পপি বেগম (৫০)। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৫৭ জন দাঁড়ালো। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন