
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণ দিবসে বগুড়ায় শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ। সংগঠনটির জেলা শাখার আয়োজনে গত রোববার রাত ৮টায় ভার্চুয়াল ভাবে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও শিল্পীরা বহুমাত্রিক সৃজনশীলতায় সমৃদ্ধ প্রেম-মানবতা, সাম্য ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামকে কথায় ও গানে স্মরণ করেন।
রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বগুড়ার সভাপতি শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমরেশ মুখার্জীর সঞ্চালনায় নজরুলের দেশপ্রেমের একটি সমবেত সংগীত দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। ওই সময় কবির জীবন ও রচনা নিয়ে আবৃত্তিসহ আলোচনা করেন বিদ্যুৎ সরকার, ডাঃ গোপাল কর্মকার ও নিরেশ মুখার্জী। এছাড়াও নজরুল ইসলামের স্বদেশ, প্রেম-প্রকৃতি ও ভক্তি পর্যায়ের সংগীত পরিবেশন করেন পিংকী ভৌমিক, স্মৃতি বসাক, শংকর সরকার, রুপা দত্ত, সৌগত কর্মকার অর্ক, পুষ্পা সরকার, বর্ণ সরকার, অমরেশ মুখার্জী ও শ্যামল বিশ্বাস। কাজী নজরুল ইসলামের গান, কবিতা নিবিড়ভাবে নিয়মিত চর্চার অপরিহার্যতার উপর গুরুত্ব দিয়ে কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন