গোবিন্দগঞ্জে আহসান উল্লাহ হাবিব নামের শিক্ষার্থী নিখোঁজ | Daily Chandni Bazar গোবিন্দগঞ্জে আহসান উল্লাহ হাবিব নামের শিক্ষার্থী নিখোঁজ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২১ ২০:৪৩
গোবিন্দগঞ্জে আহসান উল্লাহ হাবিব নামের শিক্ষার্থী নিখোঁজ
ষ্টাফ রিপোর্টার

গোবিন্দগঞ্জে আহসান উল্লাহ হাবিব নামের শিক্ষার্থী নিখোঁজ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামের মো. আব্দুল হামিদ এর পুত্র মো. আহসান উল্লাহ হাবিব (১৩) নিখোঁজ হয়েছেন। 
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ২ ঘটিকার সময় বাড়ি থেকে বাই সাইকেল নিয়ে ফাঁসিতলার উদ্দেশ্যে যাওয়ার পর থেকে সে আর  ফেরেনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শুক্রবার (৩ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
ডায়েরী সূত্রে জানা যায়,  আহসান উল্লাহ হাবিব চাঁদপাড়া সিনিয়র মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র। তার উচ্চতা ৫ ফিট। স্বাভাবিক দেহের অধিকারী। মুখমণ্ডল গোলাকার। গায়ের রং ফর্সা। ডান হাতে সামান্য কালো দাগ রয়েছে। নিখোঁজের সময় পড়নে টাউজার ও গায়ে মাটিয়া কালারের গেঞ্জি ছিল। 
নিখোঁজ আহসান উল্লাহ হাবিবের সন্ধান পাওয়া গেছে উদ্ধার পূর্বক তাকে পরিবার বা স্থানীয় থানায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পিতা আব্দুল হামিদ (০১৭৪৬৯৬৭৬৩৪)।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন