![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
নিউজিল্যান্ডের একটি সুপারমার্কেটে ছুরি হামলায় অন্তত সাতজন আহত হওয়ার ঘটনায় দেশটির সুপারমার্কেটগুলো থেকে সব ধরনের ছুরি-কাঁচি সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে অকল্যান্ডের কাউন্টডাউন সুপারমার্কেটে ঢুকে এক ব্যক্তি অন্য ক্রেতাদের ওপর হামলা চালান।
এ হামলার পরপরই নিজেদের সব সুপারমার্কেট থেকে ছুরি-কাঁচির মতো ধারালো বস্তু সরিয়ে নিয়েছে কাউন্টডাউন কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির নিরাপত্তা বিষয়ক মহাব্যবস্থাপক কিরি হ্যানিফিন বলেছেন, গত রাতে আমরা আমাদের তাক থেকে সাময়িকভাবে সব ছুরি ও কাঁচি সরানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সেগুলো আর বিক্রি করা উচিত কি না তা বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, আমরা চাই, আমাদের কর্মীরা যখন কাজে আসবেন, তখন যেন তারা নিরাপদ বোধ করেন।
কাউন্টডাউন গ্রুপের পাশাপাশি অন্য সুপারমার্কেট চেইনও তাদের তাক থেকে ছুরি সরিয়ে নিচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। তিনি বলেন, ছুরি হামলার ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন