ধুনটে পুলিশের ওপর হামলাকারী সহ ৪ জুয়াড়ি মাদক সহ গ্রেফতার | Daily Chandni Bazar ধুনটে পুলিশের ওপর হামলাকারী সহ ৪ জুয়াড়ি মাদক সহ গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১ ২০:৪৯
ধুনটে পুলিশের ওপর হামলাকারী সহ ৪ জুয়াড়ি মাদক সহ গ্রেফতার
ধুনট বগুড়া প্রতিনিধিঃ

ধুনটে পুলিশের ওপর হামলাকারী সহ
৪ জুয়াড়ি মাদক সহ গ্রেফতার

বগুড়ার ধুনটে পুলিশের ওপর হামলাকারী সহ ৪ জুয়াড়িকে মাদক সহ গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ি বুড়িরভিটা এলাকায় জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় জুয়া খেলার ডাব্বু, ডাইস সহ নগদ ২৪ হাজার টাকা, বাংলা মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- পুলিশের ওপর হামলা মামলার ১নং আসামি বেড়েরবাড়ি এলাকার প্রখ্যাত জুয়াড়ি আরিফুর ইসলাম ওরফে হিটলু (৩৮), শাজাহানপুর উপজেলার ফারুক হোসেন (৪১), বগুড়া সদরের জাহাঙ্গীর হোসেন (৪৭) ও নওগাঁ জেলার মান্দা থানার সোহরাব হোসেন (৪৫)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ধুনট ও শাজাহানপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার বেড়েরবাড়ি এলাকায় হিটলুর নেতৃত্বে প্রতিদিন লক্ষাধিক টাকার জুয়ার আসর পরিচলিত হয়ে আসছিল। ইতিপূর্বে সেখানে কয়েক দফা অভিযান চালিয়ে জুয়াড়িদের গ্রেফতার করা হলেও তারা আবারো সেখানে জুয়ার আসর পরিচালনা করতো।
গত ২৯ মার্চ ধুনট থানার ডিএসবি সেলিম মিয়া বেড়েরবাড়ি এলাকায় তথ্য সংগ্রহ করতে গেলে জুয়াড়িরা ডিএসবি সেলিমকে বেদম মারধর করে মোবাইলফোন ছিনিয়ে নেয়। পরে দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পান ডিএসবি সেলিম। 
এঘটনায় ডিএসবি সেলিম মিয়া বাদী হয়ে জুয়াড়ি হিটলু সহ ২৭ জনের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর হিটলু ওই এলাকায় আবারো জুয়ার আসর চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাতে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালার নেতৃত্বে ধুনট থানার এসআই আসাদুজ্জামান, এসআই অমিত কুমার, এসআই মোরশেদ এএসআই রতন, এএসআই আজিজ, এএসআই ফজলু সঙ্গীয় ফোর্স নিয়ে বেড়েরবাড়ি বুড়িরভিটা এলাকায় অভিযান চালিয়ে প্রখ্যাত জুয়াড়ি হিটলু সহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, পুলিশ এসাল্ট মামলার ১নং আসামি ও প্রখ্যাত জুয়াড়ি হিটলু সহ ৪ জুয়াড়িকে জুয়া খেলার সময় গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ডাব্বু, ডাইস সহ নগদ ২৪ হাজার টাকা, বাংলা মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও জুয়া আইনে পৃথক দুটি মামলা দায়েরের পর শুক্রবার তাদেরকে বগুড়ার আদালতে সোপর্দ করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন