মান্দায় প্রতিপক্ষের মারপিটে দুই নারী আহত | Daily Chandni Bazar মান্দায় প্রতিপক্ষের মারপিটে দুই নারী আহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২১ ২০:৫৮
মান্দায় প্রতিপক্ষের মারপিটে দুই নারী আহত
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় প্রতিপক্ষের মারপিটে দুই নারী আহত

নওগাঁর মান্দায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে দুই নারী আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বাথইল গ্রামের মরাপিটের এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বাথইল গ্রামের রফিকুল ইসলামের মেয়ে আতিয়া খাতুন (২০) ও সখিনা খাতুন (২৭)। তাঁরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুকুর মালিক রফিকুল ইসলাম জানান, ‘শুক্রবার সকালে বসতবাড়ি সংলগ্ন ব্যক্তি মালিকানার পুকুরে জাল দিয়ে মাছ ধরছিলাম। এসময় প্রতিপক্ষের শাহিনুর ইসলাম বুলবুল, শিখা বেগম, শাহনাজ বেগমসহ অন্যরা সংঘবদ্ধ হয়ে আমাদের মারপিট করে। তাঁদের মারপিটে আমার মেয়ে আতিয়া খাতুন ও সখিনা খাতুন আহত হন। ঘটনায় থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।’
এ বিষয়ে প্রতিপক্ষের শাহিনুর ইসলাম বুলবুলের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন