বগুড়ায় করোনায় মৃত্যু ২ নতুন আক্রান্ত ১৭ জন | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় মৃত্যু ২ নতুন আক্রান্ত ১৭ জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২১ ২০:৩৬
বগুড়ায় করোনায় মৃত্যু ২ নতুন আক্রান্ত ১৭ জন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায় মৃত্যু ২
নতুন আক্রান্ত ১৭ জন

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। নতুন করে মারা যাওয়া দুই ব্যক্তি হলেন জেলার শিবগঞ্জের দুলালী বেগম (৫৫) এবং বগুড়া জেলা সদরের নাসিরুদ্দিন (৮৬)। নতুন করে বগুড়ার দুইজন মারা যাওয়ায় মোট মৃত্যু হলো ৬৭৩ জনের। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৭জন। 

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ২০২টি নমুনা পরীক্ষায় ১৭জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৫ জন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া টিএমএসএস ল্যাবে দুইজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ১৭জনের মধ্যে বগুড়া সদরে ১৪ এবং বাকি তিনজন শিবগঞ্জ, শেরপুর ও শাজাহানপুরের বাসিন্দা। জেলা মাট ২১ হাজার ২৪৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২০ হাজার ৪৭৮ জন এবং জেলায় মোট ১২৬ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদিনে অন্য জেলার ও উপসর্গ মারা যায়নি বলে জানানো হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন