বগুড়াসহ উত্তরের ৬ জেলায় পাঁচ লাখ প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু হচ্ছে | Daily Chandni Bazar বগুড়াসহ উত্তরের ৬ জেলায় পাঁচ লাখ প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু হচ্ছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২১ ২৩:৩৩
বগুড়াসহ উত্তরের ৬ জেলায় পাঁচ লাখ প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু হচ্ছে
ষ্টাফ রিপোর্টার

বগুড়াসহ উত্তরের ৬ জেলায় পাঁচ লাখ 
প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু হচ্ছে

নর্দান ইলেকট্রিসিটি কোম্পানী লিমিটেড (নেসকো) এলাকায় পাঁচ লাখ স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় স্মার্ট পি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ে মত বিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বলা হয়, নেসকোর আওতাধীন বগুড়াসহ সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নীফামারী জেলায় ৫ লাখ স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের কাজ আগামী ২ সপ্তাহের মধ্যে শরু হবে। যা আগামী ২০২২ সালের মধ্যে এর কাজ সম্পন্ন হবে।এর মধ্যে বগুড়ায় ১ লাখ ৪৫ হাজার মিটার স্থাপনকরা হবে। 
সোমবার বেলা ১২ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে বগুড়ার বিশেষ নাগরীকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করে নেসকোর রাজশাহী জোনের প্রধান প্রকৌশলী ইঞ্জিঃ আব্দুল রশিদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক।
সভায় নেসকো কর্মকর্তারা জানান, এই মিটার ব্যবহার করার কারণে গ্রাহকরা এনার্জি চার্জের উপর ১ শতাংশ হারে সুবিধা পাবেন। মেনুয়াল রিডিং গ্রহণের প্রয়োজন থাকছে না বলে ভুল করেও ওভার বা আন্ডার বিল্ডিং হবে না। কম বা বেশি বিল হওয়ার সুযোগ নেই। দেশের যেকোনো স্থান থেকে প্রতিমাসে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারে যত খুশি ততবার টাকা রিচার্জ করতে পারবে। গ্রাহক নিজে থেকে ব্যবহৃত লোড কন্ট্রোল করে বিদ্যু সাশ্রয় করতে পারবে। বিল বকেয়া রাখার সুযোগ না থাকায় সংযোগ বিচ্ছিন্নের আশঙ্কা থাকে না। নতুন সংযোগ গ্রহণ কিংবা লোড বৃদ্ধির ক্ষেত্রে গ্রাহককে কোনো নিরাপত্তা জামানত জমা দিতে হবে না। মিটার নষ্ট হলে তাৎক্ষণিক নেস্কো কর্তৃপক্ষ মিটার প্রতিস্থাপন করে দেবে। ব্যালেন্স ফুরিয়ে গেলেও জরুরীভাবে মিটার ব্যভহার হবে। তবে পরবর্তিতে রিচার্জ করার সময় সেটি এডজাস্ট করা হবে। 
সভায় বক্তারা বলেন, এক সময় বিদ্যুৎ ছিল সোনার হরিন। আওয়ামীলীগ ২০০৮ সালে  ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ মানুষর ঘরে ঘরে পৌঁছে দেয়ার কাজ শুরু করেন। এখন দেশে প্রায় শতভাগ অঞ্চলে বিদ্যুৎ সুবিধা পৌঁছে গেছে। স্মর্ট প্রি পেমেন্ট কার্ড চালু হলে বিদ্যুদের অপচয় রোধহবে।
নেসকো স্মার্ট প্রিপেইড মিটার প্রকল্প পরিচালক এর নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, স্মার্ট প্রিপেইড মিটার বগুড়ায় ১ লাখ ৪৫ হাজার মিটার স্থাপনকরা হবে জানান।
সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন