ভারতীয় সহকারী হাইকমিশন,রাজশাহীর উদ্যোগে হিন্দি দিবস পালিত হয়েছে | Daily Chandni Bazar ভারতীয় সহকারী হাইকমিশন,রাজশাহীর উদ্যোগে হিন্দি দিবস পালিত হয়েছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১ ১৮:৪৭
ভারতীয় সহকারী হাইকমিশন,রাজশাহীর উদ্যোগে হিন্দি দিবস পালিত হয়েছে
ষ্টাফ রিপোর্টার

ভারতীয় সহকারী হাইকমিশন,রাজশাহীর উদ্যোগে হিন্দি দিবস পালিত হয়েছে

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর)সকাল ১১ টায় রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসে  হিন্দি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিত্যগুরু  শ্রীমতি আলো রানী মৈত্র এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বি বি হিন্দু একাডেমীর প্রধান শিক্ষক শ্রী রাজেন্দ্রনাথ সরকার। 

অনুষ্ঠানে রাজশাহী বি বি হিন্দু একাডেমীর শিক্ষার্থীদের পাশাপাশি সহকারী প্রধান শিক্ষক শ্রী  অনল কুমার মন্ডল সহ বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন  ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি, নিত্যগুরু শ্রীমতি আলো রানী মৈত্র এবং রাজশাহী বি বি হিন্দু একাডেমীর প্রধান শিক্ষক শ্রী রাজেন্দ্রনাথ সরকার। 

পরে হিন্দি দিবস উপলক্ষে প্রধান অতিথি্র বক্তব্যে সহকারী হাইকমিশনার শ্রী সঞ্জীব কুমার ভাটি জাতির উদ্দেশে দেয়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ পড়ে শোনান ।হিন্দি দিবস উপলক্ষ্যে রাজশাহী বি বি হিন্দু একাডেমীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠিত  প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন