বগুড়ায় করোনা মৃত্যু ও সংক্রমণ কমেছে | Daily Chandni Bazar বগুড়ায় করোনা মৃত্যু ও সংক্রমণ কমেছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২১ ২৩:১৬
বগুড়ায় করোনা মৃত্যু ও সংক্রমণ কমেছে
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনা মৃত্যু 
ও সংক্রমণ কমেছে

বগুড়ায় করোনা মৃত্যু ও সংক্রমণ কমেছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু ৬৭৮ জনের। জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ জন।

বুধবার দুপুরে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ উল হক জানান, গত ২৪ ঘন্টায় বগুড়ায় ২৩৮ টি নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনা ভাইরাসের অস্থিত্ব পাওয়া গেছে। ১৩ জনেরমধ্যে শজিমেক হাসপাতালে ৯ জন, টিএমএসএস মেডিকেল ল্যাবে শনাক্ত হয়েছেন ১ জন, এন্টিজেন টেষ্টে ২ জন জিন এক্সপাট টেষ্টে ১ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত হয়েছে ২১ হাজার ৩২৮জন। করোনায় মারা গেছেন একজন তিনি শিবগঞ্জ উপজেলার মো: মোহন (৩৬)। এদিনে অন্য জেলার কেউ এবং করোনা উপসর্গে নিয়ে মারা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। জেলায় করোনায় আক্রান্ত নতুন ১৩ জনের মধ্যে বগুড়া সদরে ৮ জন, শাজাহানপুরে ৪ জন এবং শেরপুর উপজেলায় ১ জন। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগী সংখ্যা ২০ হাজার ৫৫৭ জন। বুধবার পর্যন্ত বগুড়ায় মোট ৯৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে মোহাম্মদ আলী হাসপাতলে চিকিৎসাধীন আছেন ৪৪ জন, শজিমেক হাসপাতালে ৪৩ জন ও টিএমএসএস হাসপাতালে ভর্তি আছেন ৯ জন এবং জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছেন ২ জন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন