শাজাহানপুরে নয়মাইলে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন | Daily Chandni Bazar শাজাহানপুরে নয়মাইলে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১ ২১:১৬
শাজাহানপুরে নয়মাইলে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শাজাহানপুরে নয়মাইলে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

বগুড়ার শাজাহানপুরে নয়মাইলে নব-নির্মিত বায়তুল হুদা জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১০ টায়  নয়মাইল জামালপুরে সর্বস্তরের এলাকাবাসীর সহযোগিতায় অত্র মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
মসজিদে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগর জে.এম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ বেলাল বিন নবাব,আড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান,শেরপুর গাড়িদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস ছাত্তার,নয়মাইল বণিক সমিতি সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলু,ডা.নজরুল ইসলম,আব্দুল মান্নান,আব্দুল জলিল,আব্দুল মতিন,বেলাল মেম্বার,ইউসুফ,ফরিদ প্রমূখ।
উদ্বোধন শেষে মসজিদে দাতা ও অত্র মসজিদের উন্নয়ন সহ দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন