শেরপুরে দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar শেরপুরে দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২১ ২১:৩৫
শেরপুরে দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে দূর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় পৌরশহরের শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গনে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক নিমাই ঘোষ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুণ্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় কুমার দাস, শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রামজীবন ভৌমিক, পৌর পূজা উদযাপন পরিষদের আহবায়ক শুভ কুণ্ডু, যুগ্ম আহবায়ক দেবাসীস ঘোষ অপু সহ পৌর কমিটির সদস্যবৃন্দ এবং জেলা কমিটির নেতা চঞ্চল কুণ্ডু, উপজেলা কমিটির নেতা অপরেশ বসাক, জয়ন্ত ভট্টাচার্য্য, গোপাল বসাক, রঘুনাথ মুর্খার্জী, প্রকাশ সরকার, অশোক কুন্ডু, সুদেব চন্দ্র পাল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলা বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিরা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখাসহ পূজা মণ্ডপগুলোতে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য দাবি জানানো হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন