বগুড়ায় করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু: আক্রান্ত ২২ | Daily Chandni Bazar বগুড়ায় করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু: আক্রান্ত ২২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪৬
বগুড়ায় করোনা ও উপসর্গে ৪ জনের মৃত্যু: আক্রান্ত ২২
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনা ও উপসর্গে 
৪ জনের মৃত্যু: আক্রান্ত ২২

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই জন ও করোনা উপসর্গে দুইজনসহ চারজনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ২২ জন। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯জন।  এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৬৮২ জনের।

রোববার বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানানো হয়েছে, জেলায় গত ২৪ ঘন্টায় ২৩৭টি নমুনা পরীক্ষায় ২২ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯ জন এবং এন্টিজেন পরীক্ষায় ৩ জন করোনা পজিটিভ হয়েছেন। নতুন আক্রান্ত ২২জনের মধ্যে বগুড়া সদরে ১৯ এবং বাকি তিনজন গাবতলী, ধুনট ও শেরপুরের বাসিন্দা। বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ৩৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গছেন দুজন। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে মারা গেছেন বগুড়া সদরের মালেকা বেগম (৭২) ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান সদরের সাইদুজ্জামান (৬৫)। এছাড়া দুইজন ব্যক্তি করোনা উপসর্গে মারা গেছেন। এ নিয়ে করোনায় ৬৮২ জনের মৃত্যু হলো। সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৩৫ জন। এছাড়া জেলায় সরকারি হিসেবে ১০৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন