বগুড়ায় করোনায় মৃত্যু ১ : আক্রান্ত ১৩ | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় মৃত্যু ১ : আক্রান্ত ১৩ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২১ ২২:৪৭
বগুড়ায় করোনায় মৃত্যু ১ : আক্রান্ত ১৩
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায়
মৃত্যু ১ : আক্রান্ত ১৩

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তি অন্য জেলার বাসিন্দা হওয়ায় জেলায় তার হিসাব করা হয়নি। আর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১৩ জন।

মঙ্গলবার বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় বগুড়া জেলায় নমুনা টেস্ট করা হয়েছে ২৪৪ টি। নমুনায় নতুন করে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা টেস্ট হয়েছে ১ লাখ ১৬ হাজার ১২৩টি। আর মোট করোনায় আক্রান্ত হয়েছে ২১ হাজার ৪০৫ জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে করোনায় নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১০ জন, বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজে শনাক্ত হয় ২ জন এবং জিন এক্সপার্ট টেস্টে শনাক্ত হয়েছে ১ জন। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ১১, সোনাতলা ১, শিবগঞ্জে ১ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ১৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ২০ হাজার ৬৬৮ জন। জেলার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০৬ জন। বগুড়া ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ৪৭, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৪৮, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১১ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা নির্ধারিত বেডে কোন রোগী ভর্তি নেই। বগুড়ার বাসিন্দা কেউ মারা যায়নি। একজনের মৃত্যু হলেও তিনি অন্য জেলার বাসিন্দা। উপসর্গে কোন মৃত্যু নেই। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬৮২ জনের। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন