
বগুড়া র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজাসহ মো:া শরাফত (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার রাত ৯টায় জয়পুরহাটে জেলার পূর্ব বাজার ভাসানী রোডে মারোয়ারী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করে। সে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার পারদা নয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র। বর্তমানে সে ঢাকায় বসবাস করতেন।
মঙ্গলবার দুপুরে বগুড়া র্যাব-১২ কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত শরাফত প্রাইভেট কারে করে গাঁজা বহন করছিল। এমন গোপন সংবাদ পেয়ে অভিযানের এক পর্যায়ে জয়পুরহাট থেকে ৪২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। সে গাঁজাগুলো বিক্রির চেষ্টা করছিল। মাদকদ্রব্য আইনে মামলা করে তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন