ভারতে ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল’ সম্মাননা পেলেন সেনা নার্স | Daily Chandni Bazar ভারতে ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল’ সম্মাননা পেলেন সেনা নার্স | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১ ১২:০৩
ভারতে ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল’ সম্মাননা পেলেন সেনা নার্স
অনলাইন ডেস্ক

ভারতে ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল’ সম্মাননা পেলেন সেনা নার্স

ভারতে ‘ফ্লোরেন্স নাইটিঙ্গেল’ সম্মাননা পেয়েছেন একজন সেনা নার্স। তিনি দেশটির মিলিটারি নার্সিং সার্ভিসের (এমএনএস) ডেপুটি ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার এস ভি সরস্বতী।

দেশটির সেনা-জওয়ানদের চিকিত্সায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার দেওয়া হয়।

সোমবার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ তাকে এই সম্মান প্রদান করেন। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, ভারতে একজন নার্সের সর্বোচ্চ সম্মান ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কার। নার্সিংয়ের ক্ষেত্রে আত্মত্যাগ, অবদান ও কর্তব্যপরায়ণতার স্বীকৃতি হিসাবে এই সম্মান প্রদান করা হয়।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ব্রিগেডিয়ার সরস্বতী একজন খ্যাতনামা অপারেশন থিয়েটার নার্স। তিন হাজারেরও বেশি জীবনদায়ী সার্জারির দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি অসংখ্য নার্সদের প্রশিক্ষণও দিয়েছেন কর্মজীবনে। এছাড়া নার্সদের পাঠ্য রচনাও করেছেন তিনি।

ব্রিগেডিয়ার সরস্বতীর জন্ম অন্ধ্রপ্রদেশে। ১৯৮৩ সালে মিলিটারি নার্সিং সার্ভিসে কর্মজীবন শুরু করেন তিনি। এরপর থেকে দেশের বিভিন্ন সেনা হাসপাতালে কাজের অভিজ্ঞতা আছে তাঁর। দেশের বাইরে কঙ্গোতে জাতিসংঘের পিস কিপিং ফোর্সের সঙ্গেও নার্স হিসাবে গিয়েছিলেন তিনি।

নার্সিংয়ে তার অবদানের জন্য ২০০৫ সালে ব্রিগেডিয়ার সরস্বতী জেনারেল অফিসার কম্যান্ডিং-ইন-চিফের উচ্চপদ লাভ করেন। ২০০৭ সালে তিনি জাতিসংঘের মেডেল লাভ করেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন