শাজাহানপুরে পুজা উদ্যাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar শাজাহানপুরে পুজা উদ্যাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১ ২১:০৩
শাজাহানপুরে পুজা উদ্যাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

শাজাহানপুরে পুজা উদ্যাপন 
কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

 বগুড়ার শাজাহানপুরে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার  বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে এ  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। 
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নান্নু খান।
এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান ভূইয়া,শাজাহানপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আশরাফুল ইসলাম,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীরন্দ্র মোহন সাহা,সাধারণ সম্পাদক তপু কুমার সরকার তাপস,সহ-সভাপতি সুকুমার রায়, সাংগঠনিক সম্পাদক মানিক সরকার, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি প্রতাপ মিত্র সহ উপজেলা বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিগণ।

করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনেই যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দুর্গাপূজা উদযাপনের উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।প্রতিটি পূজা মন্ডপে শান্তিতে পূজা উদযাপনের জন্য থানা পুলিশ, আনসার, ভিডিপি ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা পূজা মন্ডপে শান্তি শৃংখলা বজায় রাখার দায়িত্ব পালন করবেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্য মতে এ বছর শাজাহানপুর উপজেলা ৫৭ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠিত হবে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন