বগুড়ায় করোনা ও উপসর্গে ৩জনের মৃত্যু | Daily Chandni Bazar বগুড়ায় করোনা ও উপসর্গে ৩জনের মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১ ২১:১৫
বগুড়ায় করোনা ও উপসর্গে ৩জনের মৃত্যু
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনা ও 
উপসর্গে ৩জনের মৃত্যু

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গে দুইজনসহ তিনজনের মৃত্যু হয়েছে। নতুন করে আরো ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১২জন। 

বৃহস্পতিবার বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায়  বগুড়ায় করোনা ও উপর্সগে তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন এবং বাকি দুইজন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া ব্যক্তি বগুড়ার জেলার বাসিন্দা না। বাহিরের জেলার বলে মোট মৃত্যুর সংখ্যা যোগ না হয়ে ৬৮৩ জনেই অপরিবর্তিত রয়েছে। এছাড়া ২২৯ নমুনার ফলাফলে নতুন করে আরো ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯জন পজিটিভ ছিলেন। এছাড়া টিএমএসএস এর পিসিআর ল্যাবে একজনের দেহে করোনা ভাইরাস পাওয়া যায়। নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে সদরে ৯ এবং বাকি একজন গাবতলী উপজেলার বাসিন্দা। বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ৪২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৯১জন  এবং ১০৪ জন চিকিৎসাধীন রয়েছেন। ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে ৪৮, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৪৮ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৮ জন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন