পাবনাকে হারিয়ে বগুড়া জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন | Daily Chandni Bazar পাবনাকে হারিয়ে বগুড়া জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০১:২২
পাবনাকে হারিয়ে বগুড়া জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন
ষ্টাফ রিপোর্টার

পাবনাকে হারিয়ে বগুড়া
জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন

রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর চূড়ান্ত প্রতিযোগিতায় ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বগুড়া জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন হয়েছে। টানটান উত্তেজনা পূর্ণ খেলার প্রথমাংশে বগুড়া জেলা পুলিশ দল জয়সূচক গোলটি করে পাবনা জেলা পুলিশ দলকে পরাজিত করে। ফাইনাল খেলা উপলক্ষে দুই দলের পুলিশ খেলোয়াড়রা যেমন ছিল আনন্দ উল্লাসে ঠিক তেমনি প্রতিপক্ষ কে পরাজিত করার প্রতিজ্ঞায় ছিলেন। কিন্তু শেষপর্যন্ত পাবনা জেলা পুলিশকে ১ গোলে পরাজিত করে বগুড়া জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। 

শনিবার বিকেলে খেলা শেষে বগুড়া পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম। 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৃথিবীর সকল স্থানে উত্তেজনাপূর্ণ খেলা ফুটবল। খেলোয়াড়দের মাঝে খেলায় জয়ের উত্তেজনায় বুদ হয়ে থাকে। আমাদের পুলিশ সদস্যরা দারুন খেলা উপহার দিয়েছে। খেলায় সবসময় প্রতিদ্বন্দী থাকে। কেউ জিতে কেউ হারে। প্রাকটিস করলে খেলার মান ভাল হয়। ফিটনেস ভাল হয়। যাদের ফিটনেস ভালো হয় তারা জয়ের দিকে এগিয়ে থাকে। যারা ভাল খেলেছে তারা বিজয়ী হয়েছে। এই টুর্নামেন্টের খেলোয়াড়দের নিয়ে রাজশাহী রেঞ্জ টিম গঠন করা হবে। তারা বাংলাদেশ পুলিশের মুল টুর্নামেন্টে অংশ গ্রহন করবে। জয়ী এবং পরাজিতদের শুভেচ্ছা জানিয়ে সুস্থধারার খেলার প্রতিযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পাবনা পুলিশ বিভাগের পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম। বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার জয়নাল আবেদীন, বগুড়া সিআইডির পুলিশ সুপার কাওসার আহমেদ, বগুড়া পিবিআই এর পুলিশ সুপার আকরাম হোসেন, বগুড়া জেলা পুলিশের ইন-সার্ভিস পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, বগুড়া জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা। খেলা শেষে রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম চ্যাম্পিয়ন ট্রফি বগুড়া জেলা পুলিশ দলের অধিনায়ক জুয়েলের হাতে এবং রানার আপ ট্রফি পাবনা জেলা পুলিশ দলের অধিনায়ক মাসুদ রানার হাতে তুলে দেন। রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের সেরা গোলদাতা হয়েছেন বগুড়া পুলিশ দলের মোহন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বগুড়া পুলিশ দলের জুয়েল।  এবারের টুর্নামেন্টে রাজশাহী রেঞ্জের ৮টি পুলিশ দল অংশ নেয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের সাথে ফটোসেশনে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন