বগুড়ায় করোনায় মৃত্যু ১ : আক্রান্ত ৬ | Daily Chandni Bazar বগুড়ায় করোনায় মৃত্যু ১ : আক্রান্ত ৬ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১ ২১:২৪
বগুড়ায় করোনায় মৃত্যু ১ : আক্রান্ত ৬
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় করোনায় 
মৃত্যু ১ : আক্রান্ত ৬

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত এবং সুস্থ হয়েছেন ২৮ জন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয় সুত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় ১৪৪ টি নমুনা পরীক্ষায় ৬ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪ জন এবং এন্টিজেন পরীক্ষায় ২জন পজিটিভ ছিলেন। নতুন আক্রান্ত ৬জনের মধ্যে সদরে ৪ এবং বাকি দুইজন শিবগঞ্জ ও শাজাহানপুরের বাসিন্দা। করোনায় মারা যাওয়া ব্যক্তি বগুড়ার বাইরের জেলার বাসিন্দা। জেলার বাহিরের বলে সংখ্যা ৬৮৩ জনে অপরিবর্তিত রয়েছে। বগুড়া জেলায় এ পর্যস্ত মোট ২১ হাজার ৪৬৫জেন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২০ হাজার ৭৭২জন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন