বগুড়ায় শারদীয় উৎসব ঘিরে প্রতিমার কারিগড়দের ব্যস্ততা: মন্ডপ ৬৮৬ টি | Daily Chandni Bazar বগুড়ায় শারদীয় উৎসব ঘিরে প্রতিমার কারিগড়দের ব্যস্ততা: মন্ডপ ৬৮৬ টি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১ ২১:২৮
বগুড়ায় শারদীয় উৎসব ঘিরে প্রতিমার কারিগড়দের ব্যস্ততা: মন্ডপ ৬৮৬ টি
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় শারদীয় উৎসব ঘিরে প্রতিমার
কারিগড়দের ব্যস্ততা: মন্ডপ ৬৮৬ টি

মধ্যআশ্বিন মাস হলেও বগুড়ায় এখনো আবহাওয়া বেশ গরম। করোনা ভাইরাসের প্রভাব কমে গেছে। সনাতন ধর্মনুসারিরা শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি শুরু করেছে। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে চলছে নানা আয়োজন। উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে যেমন ব্যস্ততা বেড়েছে প্রতিমার কারিগরদের ঠিক তেমনি নতুন পোশাকের জন্য জেলা শহরের বিভিন্ন বিপনী বিতানে বেড়েছে ভিড়। দুর্গাপূজাকে ঘিরে বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চলছে সাজসাজ রব। চলতি বছর জেলার ৬৮৬টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। আগামী ১১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পাঁচদিনব্যাপী সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। আগামী ১৫ অক্টোবর দশমীতে বিসর্জনের মাধ্যমে দেবী বিদায় নেবেন মর্ত্য থেকে।

জানা যায়, জেলায় নানা আয়োজনে শারদীয় দুর্গাপুজার প্রস্তুতি চলছে। শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে বগুড়ায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। শিল্পীদের হাতের কারুকাজে প্রতিমার কাঠামো সেজে উঠেছে। প্রতিমার কারিগড়রা ৮ থেকে ১০ টি করে প্রতিমা নিয়ে রাতদিন কাজ করে যাচ্ছেন। কয়েকদিনের মধ্যে মন্ডপে মন্ডপে চলে যাবে প্রতিমাগুলো। মন্ডপে মন্ডপে চলছে নানা আয়োজন। কারিগড়রা কোথাও প্রতিমার কাঠামো তৈরী করে মাটি ভরাট করে যাচ্ছে। কোথাও মাটি ভরাট করে প্রতিমার প্রতিরূপ ফুটে তোলার কর্মে ব্যস্ত রয়েছে প্রতিমার কারিগররা। কোথাও আবার প্রতিমায় রঙের আচঁড় দেয়ার প্রস্তুতির কাজ চলছে। আর কয়েকদিন পর সে আচঁড়ে সেজে উঠবে প্রতিমাগুলো। পূজা কে সামনে রেখে বগুড়া শহরের নিউ মার্কেট, হকার্স মার্কেট, শহরের জলেম্বরীতলা, রানার প্লাজা, নবাববাড়ি সড়কের মার্কেট ও বিপনী বিতানগুলোতে পূজায় কেনাকাটায় ব্যস্ত সময় পার করতে হচ্ছে। পূজা কাছে চলে আসায় অনেক পরিবার ব্যস্তার সাথে নতুন পোশাক কেনাকাটা করছেন। 
বগুড়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: শরফুল ইসলাম জানান, ২৭ সেপ্টেম্বর বগুড়া জেলা পর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে শান্তিপূর্ণভাবে দুর্গাপুজা উৎসব পালনে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ পর্যন্ত ৬৮৬টি মন্ডপ হচ্ছে। শেষ সময়ে এসে দুই থেকে একটি বাড়তে পারে। প্রতিটি মন্ডপের বিপরীতে এবারও ৫০০ কেজি করে সরকারি চাল বরাদ্দ প্রদান করা হচ্ছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা কমিটির সভাপতি দিলীপ কুমার দেব জানান, ‘জেলায় এবার বেশি সংখ্যাক মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গত বছর করোনার কারণে অনেক কিছুই থমকে গিয়েছিল। নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছে। করোনায় মানুষ বিপদগ্রস্ত। ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পাঁচদিনব্যাপী শারদীয় উৎসব পালন করা হবে। 
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাগর কুমার রায় জানান, প্রতিটি উপজেলায় স্বাস্থ্য বিধি মেনে উৎসবে যোগ দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা বিষয়ে নজর দিতে বলা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করা হয়েছে। 
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।
এদিকে রোববার বগুড়া জেলা প্রশাসন এর সম্মেলন কক্ষে শান্তিপূর্ণভাবে দুর্গাপুজা উৎসব পালন করতে বিভিন্ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে পূজায় স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন