
বগুড়ার শাজাহানপুরে আড়িয়া বাজার এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের বাসের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার আড়িয়া বাজার এলাকায় এ দুর্রঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাব অফিসার সিদ্দিকুর রহমান স্থানীয়দের দেওয়া তথ্য মতে জানান, বৃহস্পতিবার সাড়ে ১১ টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে দিয়ে হেটে যাচ্ছিলেন ঐ পথচারী।এ সময় ঢাকা গামী হানিফ পরিবহনের বাস অভারটেক করতে গিয়ে পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।মৃত্যু পথচারী লাশটি ফায়ার সার্ভিস পক্ষে লাশ ব্যাগে হাইওয়ে পুলিশ কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, অজ্ঞাতপথচারী লাশটি উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।সেখানে পরিচয় শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঘাতক বাসটি (ঢাকা মেট্রো-ক ১৪৬৬৫১) নয়মাইল এলাকায় থেকে আটক করা হয়েছে,বাসটির বিরুদ্ধ আইনগত ব্যবস্থা গ্রণের প্রস্তুতি চলছে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন