বগুড়ায় ধারালো অস্ত্রে কুপিয়ে মাইক্রো চালককে খুন | Daily Chandni Bazar বগুড়ায় ধারালো অস্ত্রে কুপিয়ে মাইক্রো চালককে খুন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১ ২৩:২৪
বগুড়ায় ধারালো অস্ত্রে কুপিয়ে মাইক্রো চালককে খুন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ধারালো অস্ত্রে কুপিয়ে 
মাইক্রো চালককে খুন

বগুড়ায় জেলা শহরের কানুছগাড়ীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাইক্রো চালক খাইরুল ইসলাম সুমনকে (৩৫) হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০ টার সময় জেলা শহরের ইবনে সিনা ডায়াগনেষ্টিকের সামনের সড়কের উপর হামলা চালিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করে। 

নিহত সুমন রংপুর সদর উপজেলার মিস্ত্রী পাড়া এলাকার আঃ খালেকের ছেলে। সে বগুড়ার সাবগ্রামে পরিবার নিয়ে ভাড়া থাকেন। আর মাইক্রো চালিয়ে সংসার চালাতো। 
বগুড়া সদর থানা পুলিশ কর্মকর্তারা জানান, দুর্বৃত্তরা অতর্কিত ও এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হামলাকারিদের কাছ থেকে আত্মরক্ষার জন্য ওই এলাকার একটি ওষুধের দোকানে প্রবেশ করলে সেখানেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করলে সে মারা যায়। ছুরিকাঘাতের পর অতিরিক্ত রক্ষক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, ঘটনার পরপরই পুলিশ দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে। তার মৃত দেহ শজিমেক হাসপালের মর্গে পাঠানো হয়। থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধারের পর ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন