বগুড়ায় নকল সোনা দিয়ে প্রতারণা দুই যুবক গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় নকল সোনা দিয়ে প্রতারণা দুই যুবক গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১ ২৩:২৮
বগুড়ায় নকল সোনা দিয়ে প্রতারণা দুই যুবক গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় নকল সোনা দিয়ে 
প্রতারণা দুই যুবক গ্রেফতার

বগুড়ায় র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে নকল সোনার বার দেখিয়ে প্রতারণাকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার রাত ৯টায় জেলার শাজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- জেলার শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম উত্তরপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে জয়নাল মণ্ডল এবং একই এলাকার ইসলাম সরকারের ছেলে শুভ ইসলাম (২০)। 
বগুড়া র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত দুই প্রতারক দীর্ঘদিন ধরে নকল স্বর্ণ দেখিয়ে প্রতারণা করে আসছিল। 
র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনানী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের দেহ তল্লাশি করে ৫টি নকল স্বর্ণের বার, ২টি নকল স্বর্ণের কানবালা, একটি ২২ ক্যারেট সীল, একটি ক্যামিকাল বার, একটি বার কাটার হ্যাকসো, ৬টি শ্রী জুয়েলার্স এর প্যাড, একটি মোবাইল এবং একটি সিম জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় সোপর্দ হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন